*সেভ সয়েল প্ল্যাকার্ড হাতে স্বেচ্ছাসেবকরা ভিড় করেছিলেন দেশের নানা উল্লেখযোগ্য স্থানে, এর মধ্যে বারাণসীর অসি ঘাট, আগ্রার সেকেন্দরা ফোর্ট, গেটওয়ে অফ ইন্ডিয়া, মুম্বইয়ের মেরিন ড্রাইভ, গোয়ার মিরামার সার্কল, পটনার গঙ্গা ঘাট, হায়দরাবাদের নেকলেস রোড, বেঙ্গালুরুর লালবাগ এবং চেন্নাই বিমানবন্দরে জনতার জমায়েত ছিল চোখে পড়ার মতো।