আপনি নিশ্চয়ই ভাবছেন হয়ত স্নেহের কারণেই তাঁরা এমনটা বলে থাকেন। কিন্তু আসল সত্য হল এর পিছনে শুধু বড়দের স্নেহই নয়, অনেক আধ্যাত্মিক-বৈজ্ঞানিক কারণও রয়েছে, যার কারণে আমাদের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হয় সাফল্য পায়। আসুন জেনে নেওয়া যাক শুভ কাজের আগে দই-চিনি খাওয়ার অর্থ কী।