গ্রীষ্ম ও বৃষ্টির দিনে মশার প্রকোপ বাড়ে, আবার অনেক সময় শীতকালেও মশা কামড়াতে থাকে। মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো অনেক বিপজ্জনক রোগের জন্ম হয়। অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস, হেমাগোগাস, এই কয়েক প্রজাতির মশা থাকলেও আমাদের দেহে সাধারণত কামড়ায় ‘অ্যানোফিলিস’ প্রজাতির স্ত্রী মশা। ‘কিউলেক্স’ প্রজাতির মশা আকারে বড় হয়। তাদের মাঝেমধ্যে বাড়ির দেওয়ালে বসে থাকতে দেখা গেলেও তারা রক্ত খায় না। তারা মূলত নিরামিষাশী। অর্থাৎ গাছের পাতার রস বা ফুলের রেনু থেকে তারা তাদের পুষ্টি সঞ্চয় করে। প্রতীকী ছবি।