জ্যোতিষ শাস্ত্রের অন্তর্গত সামুদ্রিক শাস্ত্র অনুসারে, যদি কোনও পুরুষের ডান চোখ ফড়ফড় করে তাহলে এটা তাঁর জন্য শুভ সঙ্কেত বহন করে আনে। বিশ্বাস করা হয়, ডান চোখ কাঁপলে ওই ব্যক্তির সব ইচ্ছা পূরণ হয়ে যায়। এর সঙ্গে, ওই ব্যক্তির পদোন্নতি বা ধন লাভও হওয়ার প্রভূত সম্ভাবনা আছে। প্রতীকী ছবি।