তবে শুধু সেলেবদের মধ্যেই নয়। সঙ্গীর সঙ্গে বেশি বয়সের তফাৎ দেখা যায় সাধারণ মানুষের মধ্যেও। অনেকে তো পছন্দই করেন সঙ্গী হবেন একটু বয়স্ক ও পরিণত। বিশেষজ্ঞরা বলছেন, এরকম ধরনের সম্পর্ক টিকিয়ে রাখার বিশেষ কিছু নিয়ম রয়েছে। যা ঠিকঠাক মেনে চললে, প্রেম, দাম্পত্য হবে সুখের, সঙ্গীর সঙ্গে প্রতিটি মুহূর্ত হবে একদম নতুন, চনমনে। প্রতীকী ছবি