কুকুরে মতোই পোষ্য হিসেবে খুবই জনপ্রিয় বিড়াল। অনেকেই বাড়িতে বিড়াল পোষেন, অনেকে আবার পাড়াল বিড়ালদেরও ঘরের লোকের মতোই যত্ন নেন। আমরা হামেশাই একটা কথা বলে থাকি যা, বাঘের মাসি বিড়াল। কিন্তু কোনওদিন কি এটা ভেবে দেখেছেন যে, বিড়ালকে বাঘের মাসি কেন বলা হয়? সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন খুবই জনপ্রিয়। (Viral News)