টমেটো জ্বর কি? টমেটোর সঙ্গে সম্পর্কই বা কী?
টমেটো জ্বর হল এক ধরনের ফ্লু যা ছোট বাচ্চাদের আক্রমণ করে। তবে এর প্রকৃত কারণ জানা যায়নি। অনেক বিশেষজ্ঞ এর পেছনে ডেঙ্গু বা চিকুনগুনিয়াকে কারণ হিসেবে উল্লেখ করছেন। এই ধরনের ফ্লুতে শিশুদের ত্বকে লাল ফোসকা দেখা যায়, কখনও কখনও তারা টমেটোর আকারে দেখা দিতে শুরু করে। এই কারণেই একে টমেটো জ্বর বলা হয়। প্রতীকী ছবি।