এমন অবস্থায় বুঝুন, শরীরের এই অংশগুলিতে আপনি যেই পারফিউম লাগান না কেন, তার প্রভাব অনেকক্ষণ থাকবে। শুধু তাই নয়, অনেকক্ষেত্রে দেখা যায় শরীরের ‘সঠিক স্থানে’ (Perfume Application Tricks) সুগন্ধি লাগালে তা স্নান করার পরেও বা রাতে ঘুমোনোর পরেও উবে যায় না এতটুকুও। জেনে নিন সেই বিশেষ স্থানগুলি।