হিন্দু ধর্মে সাধারণত বিবাহিত মহিলারা পায়ের আঙুলে আঙ্গোট পরেন। শাঁখা, সিঁদুরের মতো এটাও বিয়ের একটা চিহ্ন। বিশ্বাস করা হয়, আঙ্গোট পরলে অশুভ শক্তি ধারে কাছে ঘেঁষতে পারে না। সে যাই হোক, এতে পা যে সুন্দর দেখায় তাতে কোনও সন্দেহ নেই। দুর্গাপুজোয় হার, কানের দুলের মতো ডিজাইনার আঙ্গোটের খোঁজ করছেন অনেকেই। তাঁদের জন্য রইল কিছু টিপস।