গরমে ঘাম, ধুলোবালি, ময়লা জমে স্ক্যাল্প দ্রুত নোংরা হয়ে যায়৷ ফলে চুলের একাধিক সমস্যা দেখা দেয়৷ চুলের গোড়ায় ময়লা জমে বেড়ে যায় চুল পড়ার সমস্যাও৷ বেশি শ্যাম্পু করলে চুলের আর্দ্রতা উবে যায়৷ তাই গরমে চুলেোর যত্ন নিতে রইল কিছু ঘরোয়া টোটকা৷ (Summer Hair Care Tips)