আর বেশিরভাগ ক্ষেত্রেই মানিব্যাগে কিন্তু শুধুই টাকা রাখেন না কেউ। টাকার পাশাপাশি প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় কাগজ, ভিজিটিং কার্ড, ডেবিট ও ক্রেডিট কার্ড, মেট্রোর স্মার্টকার্ড ফোন নম্বর ইত্যাদি ব্যক্তির ওয়ালেটে থাকে সবই। ফলে, মানিব্যাগ হয়ে যায় ওজন ও আকৃতিতে বেশ অনেকটাই ভারী ও মোটাসোটা (Moneybag in Hip pocket)। এর ফলে পকেটমারের ঝুঁকি তো থাকেই। প্রতীকী ছবি।