পরিবেশ দূষণ-সহ অন্যান্য সমস্যা বেড়ে যাওয়ায় পোর ক্লগিং (Pore Clogging) বা রোমকূপের মুখ বন্ধ হয়ে যাওয়া এখন বড় সমস্যা ৷ পরিবেশের ধুলোবালি ময়লা ঢুকে পড়ে রোমকূপের মুখ বন্ধ করে দেয় ৷ তার ফলে ত্বকে ব্রণ, অ্যাকনে, বিবর্ণতা-সহ বিভিন্ন সমস্যা দেখা দেয় ৷ চারকোল সব রকম ধুলোবালি ময়লা সরিয়ে ত্বককে ঝকঝকে করে তোলে ৷
চারকোল ফেসপ্যাকের (Charcoal facepack) ফলে মুখের ত্বকের তৈলগ্রন্থি থেকে তেল বেরনোও নিয়ন্ত্রিত হয় ৷ ফলে ব্ল্যাকহেডস ও অ্যাকনের সমস্যা কমে ৷ এক্সফলিয়েশনও ভাল হয় চারকোলের প্রভাবে ৷ মরা কোষ ঝরে গিয়ে নতুন কোষের উজ্জ্বলতায় ত্বক নতুন জীবন লাভ করে ৷ তৈলাক্ত ত্বকের জন্য চারকোল ফেসপ্যাক বিকল্পহীন ৷ তৈলাক্ত ত্বকে ব্রণ ও অ্যাকনের দাগ বেশি থাকে ৷ গরমকালে সমস্যা তীব্র হয় ৷ সে সময় চারকোল মাস্কের প্রলেপে ত্বক শ্বাস প্রশ্বাসের জন্য মুক্ত জায়গা পায় ৷ তৈলাক্ত ত্বককে ম্যাট লুক দেয় চারকোল ফেসপ্যাক ৷
আরও পড়ুন : গরমে তেলতেলে নাকে অসংখ্য় ব্ল্যাকহেডস? হাতের কাছেই আছে ঘরোয়া সমাধান
বাজারে নামী দামী সংস্থার তৈরি চারকোল ফেসপ্যাক পাওয়া যায় ৷ ইচ্ছে করলে আপনি বাড়িতেও তৈরি করে নিতে পারেন এই ফেসপ্যাক ৷
কীভাবে বানাবেন-
# ১ চামচ চারকোল পাউডার, ১ চামচ মুলতানি মাটি, এক চিমটে বেকিং সোডা, ১ চামচ নারকোল তেল একটা পাত্রে মিশিয়ে নিন ৷ সারা মুখে ভাল করে মিশ্রণটি লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন ৷ তার পর জল দিয়ে ধুয়ে নিন ৷
আরও পড়ুন : উপকরণ সামান্য, হলদেটে দাঁতকে বাড়িতেই করে তুলুন সাদা ঝলমলে
# চারকোল পাউডারের সঙ্গে মেশান ২ চামচ লিকুইড সাবান, ১ চামচ আমন্ড অয়েল, ২ চামচ চালের গুঁড়ো, ১ চামচ বেকিং সোডা ৷ মিশ্রণটি ভাল করে গাঢ় হওয়ার পর মুখে লাগিয়ে ১ মিনিট ধরে মালিশ করুন ৷ ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন ৷
# চারকোল পাউডারের সঙ্গে ১ টা ডিমের সাদা অংশ, এক চতুর্থাংশ চামচ লেবুর রস মিশিয়ে একটু ফোলা এবং ফাঁপা মিশ্রণ তৈরি করুন ৷ সেটি মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট ৷ তার পর ঈষদুষ্ণ জল দিয়ে ভাল করে ধুয়ে নিন ৷
আরও পড়ুন : উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে এই তেলের জুড়ি নেই
কীভাবে ব্যবহার করবেন-
চারকোল মাস্ক ব্যবহার করার আগে ভাল করে মুখ ক্লেনজার দিয়ে পরিষ্কার করে নিন ৷ তার পর চোখ ও ঠোঁটের অংশ বাদ দিয়ে মুখের সর্বত্র সমানভাবে মালিশ করুন মিশ্রণ ৷ প্রয়োজনের বেশিক্ষণ রাখলে ত্বক অতিরিক্ত শুকনো হয়ে যায় ৷ ভাল করে ধুয়ে ময়শ্চরাইজার লাগিয়ে নিতে ভুলবেন না ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Charcoal Pack, Skin Care, Summer