পোশাকের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে অন্তর্বাসের উপর৷ সঠিক মাপের অন্তর্বাস হলে আত্মবিশ্বাসের পাশাপাশি বজায় থাকে ব্যক্তিত্ব ও সৌন্দর্যও৷ কিন্তু মহিলাদের অনেক সময়ই বিব্রত করে তোলে ব্রায়ের ঢিলেঢালা স্ট্র্যাপ৷ কথা নেই, বার্তা নেই, কাঁধ থেকে ঝুলে পড়ে ঢিলেঢালা স্ট্র্যাপ৷