#কলকাতা: সামনেই কোজাগরী লক্ষ্মী পুজো। বাড়ির লক্ষ্মীদের ব্যস্ততা তুঙ্গে। ভোগ রান্না করা, আলপনা দেওয়া থেকে নাড়ু তৈরি, পুজোর জোগাড়, সব একা হাতে সামলাতে হয় তাঁদেরই। এর মধ্যে সাজিয়ে তুলতে হয় নিজেকেও। আর লক্ষ্মী পুজোর সাজ মানেই লাল শাড়ি। তবে শুধু লাল নয়, এ লালেও বৈচিত্র্য আছে। সেটাই দেখে নেওয়া যাক। লক্ষ্মী পুজোর দিন সেজে ওঠা যাক এভাবেই।
সিম্পল বর্ডার ডিজাইনার শাড়ি: লক্ষ্মী পুজোর দিন সিম্পল লুক চাইলে এই শাড়ি একেবারে আদর্শ। দেখতেও সুন্দর লাগে। এই ধরনের শাড়ির জমি লালে লাল। পাড়ে ফুল বা জরির নকশা থাকে। এই ডিজাইনের নেটের শাড়ি ইদানীং খুব জনপ্রিয় হয়েছে। লক্ষ্মী পুজোর দিন তাই সিম্পল বর্ডার ডিজাইনার শাড়ি পরাই যায়। এই ধরনের শাড়ির সঙ্গে ভি নেক ব্লাউজ ভাল মানায়। হাতে মানানসই চুড়ি এবং গলায় থাক চোকার। এর সঙ্গে সাধারণ মেকআপই চেহারায় অসাধারণ সৌন্দর্য যোগ করবে।
আরও পড়ুনঃ বিজয়া মিটতেই জমে উঠেছে লক্ষ্মীপুজোর বাজার, ভাল বেচাকেনার আশায় ব্যবসায়ীরা
লাল বেনারসি শাড়ি: বেনারসি শাড়ির ব্যাপারটাই আলাদা। এই শাড়িতে প্রত্যেক নারীকেই সুন্দর দেখায়। বাড়ির লক্ষ্মী পুজোতেও লাল রঙের বেনারসি শাড়ি পরা যায়। বাজারে বিভিন্ন ডিজাইনের বেনারসি শাড়ি মিলবে। তবে একটু আলাদা সাজ চাইলে চওড়া পাড়ের ছোট প্রিন্টের শাড়ি কেনাই ভাল। এর সঙ্গে সাধারণ ব্লাউজ মানায় ভাল। এটাই চেহারাকে মার্জিত করে তুলবে। এর সঙ্গে করতে হবে লো বান হেয়ারস্টাইল। চুলে থাক ফুলের মালা। এই সাজে দেখলে চোখ ফেরাতে পারবে না আশেপাশের লোকজন।
লাল লেহরিয়া শাড়ি: শাড়িতে লেহরিয়া ডিজাইন অনেকেরই খুব পছন্দের। এই শাড়ি খুব হালকা। পুজোর দিন পরার জন্য একেবারে আদর্শ। শাড়িতে আধুনিক লুক পেতে চাইলে এর সঙ্গে সাদা বা অন্য কোনও রঙের ফুল স্লিভ টপ পরা যায়। চুল খোলা থাক। কানে থাক ভারি দুল। কপালে টিপ আর মেকআপে হালকা ব্লাশ। ব্যস, সাজ সম্পূর্ণ।
লাল ফুলের ডিজাইনার শাড়ি: ফ্যাশনে ফ্লোরাল ডিজাইন ট্রেন্ডিং। শাড়ি থেকে শুরু করে স্কার্ট, ফুলের নকশায় ছেয়ে গিয়েছে বাজার। লক্ষ্মী পুজোর দিন আকর্ষণীয় চেহারা পেতে চাইলে লাল ফুলের ডিজাইনার শাড়ি পরতেই হবে। তবে খেয়াল রাখতে হবে প্রিন্ট যেন বেশি বড় না হয়। কনট্রাস্টও করা যায়। অর্থাৎ শাড়ির সঙ্গে মাল্টিকালার বা সবুজ রঙের ব্লাউজ পরলে ভাল মানাবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।