*আসলে, জিনের পরিবর্তন বা জিন মিউটেশনে মানবদেহের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমে পরিবর্তন দেখা যায়। মানুষের উপর এর প্রভাব কী, সেই গবেষণা করতে লিপজিগ এবং ওয়ার্জবার্গ বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানীরা দেখিয়েছিলেন যে নিউরোনাল জিনের পরিবর্তন, ইতিবাচক প্রভাবের পাশাপাশি নেতিবাচক প্রভাব ফেলতে পারে৷ এতে মানুষের বুদ্ধিমত্তা সূচকও বাড়তে পারে৷