দ্রুতগতির জীবনযাত্রা সহজ করতে আজকাল নানা পন্থা অবলম্বন করেন কর্তা-গিন্নিরা। তার একটি হল, প্রায় সব বাড়িতেই সারা মাসের বাজার একসঙ্গেই সেরে রাখা হয়। বিশেষ করে চাল, ডাল, তেল নুনের মতো জিনিস সারা মাসের জন্য মজুত রাখতে বেশ অনেকটা করেই কেনা হয়। আর তাতেই বাড়ে এক সমস্যা৷।