ত্বকের যত্নে কর্পূর:
১। প্রাচীন কাল থেকেই ব্রনের চিকিৎসায় কর্পূরের বহুল ব্যবহার প্রচলিত। মূলত হরমোনের ভারসাম্যহীনতার কারণে ব্রনর সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে কর্পূরকে পাউডারের মতো গুঁড়ো করে নিতে হবে। তাতে মেশাতে হবে নারকেল তেল বা অলিভ অয়েল। তারপর ক্লিনজার দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিয়ে ব্রনর উপর লাগাতে হবে ওই মিশ্রণ। এভাবে সারারাত রেখে সকালে মুখ ধুয়ে নিতে হবে। তবে এই মিশ্রণ গোটা মুখে লাগানোর দরকার নেই, শুধু ব্রনর উপর লাগালেই হবে।