এই পরিস্থিতিতে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়৷ পেটের গণ্ডগোল, বমির সমস্যা, ডিহাইড্রেশন, শরীরে যন্ত্রণা, ক্লান্তি, দুর্বলতা তো থাকেই৷ আক্রান্ত হয়ে যেতে পারেন ভাইরাল সংক্রমণেও৷ এমনকি, হিট স্ট্রোকের ভয়ও থাকে৷ তীব্র গরমে এই সমস্যাগুলি থেকে বাঁচতে কিছু টিপস মেনে চলুন৷