যখন কেউ প্রেমে পড়ে, তখন তাঁরা নিজেকে উৎসর্গ করে দেয় আপনজনের জন্য়। তাঁদের পছন্দ, ব্য়বহার এবং প্রতিশ্রুতি গুরুতর হয়ে ওঠে তখন। কিন্তু যদি আপনার লোকটি আপনাকে ভালোবাসে না, শুধুই ভান করে, এমনটা হয়? এখানে ৫ লক্ষণ রয়েছে যার থেকে জেনে নিতে হবে যে মানুষটি আপনার প্রেমে পড়ার ভান করছে কি না…