বিছুটি পাতা। নামটা শুনলেই বিরক্তি আসে বেশিরভাগের মনে। এটি এমন একটি গাছ, যার পাতার রস, পাতার গুঁড়ো শরীরে লাগলে চুলকানি শুরু হয়। ঝোপঝাড়ে জন্মায় এই গাছ। একেক জায়গায় একেক নামে ডাকা হয় বিছুটি পাতাকে। কিন্তু জানেন কি, এই পাতার বেশ কিছু উপকার রয়েছে, যা আপনার শরীরে জাদু করতে পারে। (Health Tips)