যাঁরা নিয়মিত ধূমপান করেন, তাঁদেরকে ধূমপান না করার হাজার হাজার কারণ বলা হয়। কিন্তু সকলে এই কথাগুলিতে কান দেন না। কিন্তু এঁদের মধ্যেই অনেকের আবার গরম চায়ের সঙ্গে সিগারেটের সুখটান নিতে দারুণ লাগে। অফিসে কাজের ফাঁকে, সকালে-বিকেলে চায়ের সঙ্গে বা যে কোনও ছুতোয় চায়ের সঙ্গে টা হিসেবে সিগারেট খান। (Health Tips)