গ্রীষ্মকালের প্রখর দাবদাহের দিন চলে এসেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশ বেশি, তীব্র গরম অনুভূত হতে শুরু করেছে। কিন্তু চাঁদি ফাটা গরমের দিন আর কয়েকদিনের অপেক্ষা। (Health Tips) অনেকেই গরমের দিনে গরম চা-কফি এড়িয়ে চলেন। ভাবেন, চা খেলে আরও গরম লাগবে। কিন্তু বিশেষজ্ঞরা কিন্তু অন্য কথা বলছেন।