চুল ভাল রাখতে হেয়ার স্পা-এর তুলনা নেই৷ ক্ষতিগ্রস্ত চুলে জীবন ও চাকচিক্য ফিরিয়ে আনে স্পা (Hair Spa)৷ চুলের বৃদ্ধি বজায় রেখে দূর করে খুসকির সমস্যা৷ বাড়িতে হেয়ার স্পা করা সোজা৷ প্রথমে শ্যাম্পু করে নিতে হবে৷ তার পর তোয়ালে দিয়ে মুছে নিয়ে হেয়ারক্রিম লাগাতে হবে৷ আধঘণ্টা পর হেয়ার মাসাজ এবং তার পর হেয়ার মাস্কের পালা৷ (Hair Spa could be harmful if not treated properly)
এর পর স্টিমারের সাহায্যে চুলে স্টিম বা ভাপ দিন৷ এর ফলে স্কিন পোরস-এর মুখ খুলে যেতে সাহায্য করে৷ পরের ধাপে চুলে কন্ডিশনার দিন৷ নতুন চুল জন্মানোর পাশাপাশি চুল নরম, মোলায়েম হয় স্পা-এর গুণে৷ স্ক্যাল্পের ত্বকে আর্দ্রতা যোগ করে স্পা৷ তবে স্পা করার আগে কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে৷
আরও পড়ুন : যৌনক্ষমতা বাড়িয়ে জীবন মসৃণ রাখতে চান? পুরুষরা ডায়েটে রাখুন রসুন
# হেয়ার স্পা-র উপকরণগুলির মান যেন ভাল হয়
# প্রথম বার স্পা করলেই কিন্তু চুলে তার প্রভাব ধরা পড়বে না৷ দু-তিন বার স্পা করার পরই চুলের জেল্লা ধরা পড়বে৷ অনেকের চুলে ছ’ বার অবধি স্পা করতে হয়৷ চুলের গুণমানের উপর নির্ভর করে স্পায়ের জেল্লা৷
# স্পা করার আগে চুলের টেকশ্চার দেখে নিন৷ তেলতেলে এবং শুষ্ক চুলের স্পায়ের পদ্ধতি হবে আলাদা৷
আরও পড়ুন : সাধারণ উপকরণের এই পানীয়গুলিতে চুমুক দিন, ওজন কমবে চোখের নিমেষে
# স্পায়ের কোনও উপকরণ থেকে অ্যালার্জি হচ্ছে কিনা, আগেই দেখে নিন সেটাও
# স্পায়ের জন্য সময় দিন৷ কোনও পর্বেই তাড়াহুড়ো করবেন না৷
# খুসকি থাকলে চুলে তেল দেবেন না৷ সেক্ষেত্রে বেছে নিন ড্রাই স্পা ট্রিটমেন্ট৷
আরও পড়ুন : শারীরিক সম্পর্ক অনেক দিন না হলে কি গোপনাঙ্গে এই সমস্যাগুলো হয়? রইল সহজ সমাধান
# চুল শুষ্ক হলে ডিম, হেনা, টকদইয়ের মতো উপকরণের সাহায্য নিন৷ স্পায়ের আগে বা পরে হিটিং বা স্টাইলিং উপকরণ ব্যবহার করবেন না৷
# স্পায়ের শেষে হেয়ার মাস্কের কথা ভুলবেন না৷ প্রতি ৩ থেকে ৪ মাসে এক বার অন্তত হেয়ার স্পা করান৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hair Spa