চুল নিয়ে চুলোচুলির শেষ নেই। কখনও চুল পড়ার সমস্যা, কখন চুল শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা, আবার কখনও চুল পাতলা হয়ে যাওয়ার চিন্তা। এটা খেয়ে, ওটা মেখেও কোনও নিস্তার নেই। এদিকে কথায় বলে তেলে চুল তাজা। তাই যদি হয়, সেই তেল সঠিকভাবে চিনে নিয়ে বাজার থেকে কেনাও তো মেলা ঝক্কির কাজ। তবে এত হ্যাপা আর সইতে হবে না। রইল এমন দশটি তেলের হদিশ যা চুল ফাটার সমস্যা দূর করে চুল ভাল রাখবে।
আমন্ড অয়েল
এই তেলে আছে ওমেগা ৯ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও অন্যান্য প্রোটিন। শুষ্ক ও রুক্ষ চুলে এই তেল খুব ভাল কাজ করে। চুলের একদম ভিতরে প্রবেশ করে এর মধ্যে আর্দ্রতা যোগায় আমন্ড অয়েল।
নারকেল তেল
চুল ভাল রাখতে নারকেল তেলের জুড়ি নেই। সাধারণত স্ক্যাল্প অসুস্থ হলে চুল ভাল থাকে না। নারকেল তেল শুষ্ক ও রুক্ষ চুলে জেল্লা আনে আর স্ক্যাল্পও ভাল রাখে। এই তেলে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর ভিটামিন ই।
অলিভ অয়েল
অলিভ অয়েলে কিছু পিচ্ছিল উপাদান আছে যেমন স্কোয়ালেন্স ও ওলেইক অ্যাসিড। এছাড়াও এর মধ্যে ফ্যাটি অ্যাসিড আর ভিটামিন ই’র গুণও আছে। জট পাকানো চুলের সমস্যা দূর করে চুলে আর্দ্রতা ফিরিয়ে আনে অলিভ অয়েল।
অ্যাভোকাডো অয়েল
অ্যাভোকাডো তেলে আছে ফ্যাট, খনিজ আর অ্যান্টিঅক্সিডেন্ট। শুষ্ক এবং ভাঙা চুলে জাদুর মতো কাজ করে এই তেল। ক্ষতিগ্রস্ত চুল সারিয়ে তোলা ছাড়া এই তেল চুলে আর্দ্রতাও বজায় রাখে।
আরও পড়ুন : মেয়েরা শুনছেন! ৭ ঘণ্টার কম ঘুমালে এই ক্ষতিগুলো হতে পারে, রইল শান্তির ঘুমের ৪ উপায়
ল্যাভেন্ডার এসেনসিয়াল অয়েল
ল্যাভেনডুলা অ্যানগুসটিফোলিয়া নামক এক উদ্ভিদ থেকে নির্যাস নিয়ে এই তেল তৈরি হয়। এর মধ্যে আছে ফাইটোকেমিক্যালস যা ক্ষতিগ্রস্ত চুলের মেরামতি করে এবং চুলের বৃদ্ধি বাড়ায়।
পিপারমিন্ট এসেনসিয়াল অয়েল
বলাই বাহুল্য যে পিপারমিন্ট গাছ থেকে এর নির্যাস নেওয়া হয়। এর মূল উপাদান হল মেন্থল। এই তেল মূলত স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়।
রোজমেরি এসেনসিয়াল অয়েল
রোজমেরি তেল কোষের বৃদ্ধি ঘটায়, চুলের ঘনত্ব বাড়ায় এবং চুলে আর্দ্রতা বজায় রাখে।
আরও পড়ুন : ডায়াবেটিস নীরব ঘাতক! এই ৭ লক্ষণ সহজেই ভুল হয়ে যায়, তাই অবহেলা নয়
সিডারউড এসেনসিয়াল অয়েল
চুলের বৃদ্ধি করা, ক্ষতিগ্রস্ত চুল সারানো ছাড়াও সিডারউড তেলের আরেকটি গুণ হল এর মধ্যে জীবাণু নিরোধক ক্ষমতা আছে। স্ক্যাল্পে কোনও সংক্রমণ হল এই তেল অনায়াসে লাগানো যায়।
লেমনগ্রাস এসেনসিয়াল অয়েল
লেবুর খোসা থেকে এই তেল সংগ্রহ করা হয়। চুলে আর্দ্রতা যোগানোর সঙ্গে সঙ্গে খুশকি দূর করতেও সক্ষম এই তেল।
থাইম এসেনসিয়াল অয়েল
থাইম নামের উদ্ভিদ থেকে এই তেল সংগ্রহ করা হয়। চুলের ফলিকলে পুষ্টি যোগানো, চুল পোড়া বন্ধ করা এবং চুলের বৃদ্ধি ঘটানো এই তেলের কাজ।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hair Care Tips, Hair Fall Problem, Hair Oil, Haircare