*চারদিন প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরাঘুরি, টানা হাঁটাহাঁটি করতে হলে স্কার্টের মতো আরামদায়ক পোশাক কিন্তু আর হয় না। তাছাড়া স্কার্টের সঙ্গে রয়েছে ভারতীয় ঐতিহ্যের মিশেলও। পুজোর চারদিন রঙবেরঙের স্কার্টে নিজেকে সাজিয়ে তুললে ফ্যাশনেও অন্যদের থেকে কয়েক কদম এগিয়ে থাকা যাবে। তাহলে আর দেরি কেন! এখানে রইল কিছু জমকালো স্কার্টের হালহদিশ। সংগৃহীত ছবি।