#কলকাতা: বেজে গিয়েছে ছুটির ঘণ্টা। তবে পুজোতে অফিস ছুটি না-দিলেও ক্ষতি নেই! কারণ সপ্তমী তো পড়েছে রবিবার। ফলে এমন ছুটির দিনে একটু দেরিতেই ঘুম ভাঙাটা স্বাভাবিক নয় কী! ঢাকের বাদ্যির রেশ মেখে নিয়ে বিছানা ছেড়েই রেডি হওয়ার পালা। পারফেক্ট সাজগোজ করে পাড়ার প্যান্ডেলেই আড্ডা দিয়ে কাটানো যাক সকালটা। কারণ সন্ধে থেকেই তো জোরকদমে শুরু হয়ে যাবে প্যান্ডেল হপিং। আর সব সময় মাথায় রাখা জরুরি, যে কোনও সময়ে এমনকী পুজোতেও সকালের দিকের সাজ হালকা রাখাই ভাল! তাতে বেশ ফুরফুরে মেজাজে থাকা যায়। এ-বার দেখে নেওয়া যাক সপ্তমীর সকালের স্টাইল গাইড।
মেয়েদের পোশাক:
সপ্তমীর বিকাল থেকেই জোরকদমে শুরু হয়ে যাবে প্যান্ডেল হপিং। তাই সকালটা পাড়ার পুজোতেই কাটানো যায়। বেছে নেওয়া যেতে পারে হালকা রঙের খাদি কিংবা জামদানি অথবা ইক্কতের স্টাইলিশ মিডি ড্রেস। আবার উজ্জ্বল রঙের উপর ফ্লোরাল ব্লক প্রিন্টের ফ্লেয়ার্ড ড্রেসও কিন্তু মন্দ লাগবে না! চাইলে বেছে নেওয়া যায় হালকা এক রঙা খাদির নরম শাড়িও। সঙ্গে পরা যেতে পারে কনট্রাস্ট রঙের ন্যুডল স্ট্র্যাপ ব্লাউজও।
মেক-আপ ও চুলের সাজ:
সকালের মেক-আপ হবে হালকা। তবে তার আগে ভাল এসপিএফ-যুক্ত একটা সানস্ক্রিন মেখে নিতে ভুললে চলবে না। হালকা বেস মেক-আপ করে নিতে হবে। সরু করে কাজল আর আই-লাইনার দিয়ে এঁকে নিতে হবে চোখ। আর চোখের পাতা হাইলাইট করতে হবে মাস্কারা দিয়ে। সেই সঙ্গে ঠোঁট রাঙিয়ে তোলা যায় হালকা কিংবা ন্য়ুড শেড দিয়ে। ড্রেস পরলে চুল খোলা রাখা যেতে পারে। তবে শাড়ি পরলে চুলে একটা নিচু করে ছোট্ট পরিপাটি খোঁপা বেঁধে নিলে দারুন দেখাবে। চুল বাঁধার পিছনে সময় খরচ না-করতে চাইলে আলগোছে হাতখোঁপাও বেঁধে রাখা যায়।
অন্য রকম হওয়ার চাবিকাঠি:
হালকা রঙের মিড লেংথ ইন্ডিয়ান স্টাইল ড্রেসের সঙ্গে টিম-আপ করা যেতে পারে হাই-রাইজ কালো বুট। আর খোলা চুলে আটকে নেওয়া যেতে পারে রঙবেরঙের ড্রেডলকস হেয়ার এক্সটেনশন। আবার যদি শাড়ির সঙ্গে মানানসই খোঁপা বাঁধতে ইচ্ছে হয়, তা-হলে তাতে জড়িয়ে নেওয়া যেতে পারে শিউলি কিংবা জুঁই ফুলের মালা। আর আলগোছে হাতখোঁপা বাঁধলে লাগিয়ে নেওয়া যায় সাদা রঙের পদ্ম ফুলের দু’টো কুঁড়ি।
পুরুষদের সাজ:
পাড়া পুজোয় কি শুধু নজর কাড়বেন মেয়েরাই। ছেলেরাই বা কেন পিছিয়ে থাকবেন! তাই সপ্তমীর সকালের পোশাক হিসেবে পুরুষরা বেছে নিতে পারেন হালকা রঙের শার্ট কিংবা শর্ট কুর্তা। হালকা-পাতলা ইক্কত কিংবা খাদির পোশাক পরলে তো কথাই নেই। তা-ছাড়া সাদা অথবা প্যাস্টেল রঙা চাইনিজ কলার শার্টও বেছে নেওয়া যেতে পারে। সঙ্গে টিম-আপ করতে রাখা যায় স্ট্রেট কটন প্যান্ট। আর পায়ে থাকুক স্ট্র্যাপি স্যান্ডেল।
ব্যস আর কী! সপ্তমীর সকালের সাজ তো কমপ্লিট! এ-বার শুধুই পাড়ার প্য়ান্ডেলে মধ্যমণি হয়ে আসর আলো করার পালা!
বিশেষ বিষয়—
করোনার দাপট কমলেও ভাইরাস এখনও বিদায় নেয়নি। তাই অতিরিক্ত ভিড়ে যাওয়ার সময় মাস্কে নাক-মুখ ঢাকতে ভুলে গেলে চলবে না। প্রয়োজনে পোশাকের সঙ্গে মানানসই মাস্ক নিয়ে বেরোতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।