#কলকাতা: দুর্গা পুজো, লক্ষ্মী পুজো কেটে যাওয়ার পরে মানুষ দীপাবলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। কারণ এই সময়টায় চারিদিক আলোয় ঝলমলে হয়ে উঠবে। বাড়ি-ঘর পরিষ্কার করার পাশাপাশি বাড়িকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার ব্যস্ততা থেকেই যায়। কিন্তু এর মাঝে নিজের সাজগোজের কথা ভুললে কিন্তু চলবে না! ওটাও উৎসবের গুরুত্বপূর্ণ একটা অংশ।
যাই হোক, দীপাবলিকে কী সাজা হবে, ভাবা হয়ে গিয়েছে তো? না কি এখনও ভাবনা-চিন্তা চলছে? আসলে ব্যস্ততার মাঝে তো আজকাল সময় মেলাই ভার! চিন্তা নেই আমরা তো আছি! রয়েছে আমাদের দীপাবলির বিশেষ স্টাইল গাইডও। তা-হলে ঢুকে পড়া যাক মূল প্রসঙ্গে।
তবে হ্যাঁ, সবার আগে যেটা মনে রাখা বাঞ্ছনীয়, সেটা হল – দীপাবলি মূলত রাতের উৎসব। ফলে জমকালো সাজই হবে নজর কাড়ার চাবিকাঠি। আর রাতের সাজের জন্য ঘন উজ্জ্বল রঙ স্বচ্ছন্দে বেছে নেওয়াই যায়। তবে সাদার ব্যাপারটা অন্য রকম। দিনের বেলায় এই রঙ যেভাবে নজর কাড়ে, ঠিক সেভাবেই রাতের বেলাতেও সাদার ঔজ্জ্বল্যই থাকে আলাদা!
ঘন সবুজ আর সোনালির মিশেল:
দীপাবলির রাতে সুপার গর্জাস লুক ফ্লন্ট করার জন্য বেছে নেওয়া যেতে পারে ঘন সবুজ একটা শাড়ি। সোনালি জরির কাজ করা পাড়ের ঘন সবুজ শাড়ির জমিতে যদি সোনালি বুটি বা ছোট ছোট পেইজলি মোটিফ থাকে, তা-হলে তো সোনায় সোহাগা! তা-ছাড়া ঘন সবুজ সিল্কের শাড়ির জমি জুড়ে যদি সোনালি জরির স্ট্রাইপ থাকে, তা-হলেও গর্জাস লুক এসে যাবে। ঘন সবুজ যে কোনও ধরনের সিল্কের শাড়ি দীপাবলির রাতের জন্য পারফেক্ট।
বেনারসি হলে তো কথাই নেই! কিন্তু ভারি শাড়ি ক্যারি করতে না-চাইলে বেছে নেওয়া যায় একটা ঘন সবুজ চান্দেরি সিল্কের শাড়ি। এর সঙ্গে বেছে নিতে হবে ম্যাচিং রঙের একটা স্টাইলিশ ব্লাউজ। গলায় একটা চোকার পরে চুলে একটা মেসি বান করে নিলেই সাজ কমপ্লিট।
লাল অথবা কালো সিল্ক শাড়ি:
দীপাবলির রাতের ফ্যাশন মানেই এথনিক স্টাইল। বেছে নেওয়া যায় ভারি কাজের লাল অথবা কালো সিল্কের শাড়ি। এমনকী বেছে নেওয়া যেতে পারে দক্ষিণী কোনও সিল্কও। বেনারসি কাজের লাল বা কালো সিল্ক তো সব সময়ই শো-স্টপার! আর এই শাড়ির সঙ্গে কনট্রাস্ট ব্লাউজ না-পরে ম্যাচিং রঙা ব্লাউজই পরা উচিত। পুরোপুরি এথনিক লুক ক্যারি করার জন্য নিচু করে একটা খোঁপা বেঁধে নিতে হবে। আর পুরো খোঁপা জুড়ে সাজিয়ে নেওয়া যেতে পারে টকটকে লাল গোলাপ। গলাবন্ধ নেকলেস পরে নিলে তো কেউ চোখ সরাতেই পারবে না। আর আউটফিটের মতো মেক-আপও হবে জমকালো।
উৎসবের বিশেষ স্টাইলিশ লুক:
এই ধরনের লুক ক্রিয়েট করার জন্য বেছে নেওয়া যেতে পারে সিল্কের শাড়ি। তবে এর সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ পরতে হবে। সি-গ্রিন কিংবা সি-ব্লু রঙা অথবা হালকা গোলাপি রঙের কোনও শেডের সিল্কের শাড়িও এই লুকের জন্য একদম আদর্শ। তবে সিল্কের শাড়িতে ম্যাট জরির কাজ থাকলে খুবই ভাল হয়। এই সাজের সঙ্গে একটু উঁচু করে খোঁপা বেঁধে নিয়ে তাতে জড়িয়ে নিতে হবে একটা সাদা ফুলের মালা। আর হালকা মেক-আপের সঙ্গে কানে পরে নিতে হবে একটু ভারী ঝুমকো দুল।
মেহেন্দি রঙা শাড়িতে ছড়িয়ে পড়ুক ঔজ্জ্বল্যের আভা:
সবুজের অন্যতম দুর্দান্ত একটা শেড মেহেন্দি। আর এই ধরনের রঙ লুকে একটা আলাদা মাত্রা যোগ করে। মেহেন্দি রঙটা যেহেতু একটু অফবিট, তাই এই রঙের হালকা কাজের একটা সিল্কের শাড়ি পরলে তো ভিড়ের মাঝে নজর কাড়াটা স্বাভাবিকই। এর সঙ্গে ম্যাচিং রঙের একটা ডিপ নেক স্লিভলেস কিংবা ফুল স্লিভ ব্লাউজ পরলে লুকে একটা রাজকীয় ছোঁয়া লাগবে। গলায় পরে নিতে হবে ছিমছাম ডিজাইনের একটা হালকা চোকার। আর চুলে একটু উঁচু করে বাঁধতে হবে ছোট্ট খোঁপা। আর মেহেন্দি রঙা শাড়ির সঙ্গে মেক-আপ হবে একেবারে ছিমছাম।
লেহেঙ্গায় ঝরে পড়ুক লাবণ্য:
দীপাবলি বা কালীপুজোর রাতের সাজের জন্য বেছে নেওয়া যায় একটা জমকালো লেহেঙ্গা-চোলি। চাইলে হালকা কাজের বেনারসি কাজের লেহেঙ্গাও বানিয়ে নেওয়া যায় পুরনো শাড়ি আপ-সাইকেল করে। যদিও হাতে তেমন সময় নেই বললেই চলে। শাড়িকেও লেহেঙ্গা স্টাইলে পরে নেওয়া যায়!
এ-ক্ষেত্রে দুটো কনট্রাস্ট রঙের সিল্কের শাড়ি বেছে নিতে হবে। চুল খোলাও রাখা যেতে পারে। কিংবা মেসি লুকও এর সঙ্গে ট্রাই করা যেতে পারে। কানে-হাতে-গলায় পরে নেওয়া যেতে পারে মানানসই গয়না। কিংবা হালকা সাজের জন্য কানে পরে নেওয়া যেতে পারে ভারি স্টেটমেন্ট দুল। হাতে পরা যায় চূড়।
সোনালি কিংবা রুপোলি শাড়ির ঝলমলে সাজ:
সিলভার রঙা শাড়িও দিওয়ালি পার্টির জন্য পারফেক্ট। রুপোলি রঙা শাড়িতে গোল্ডেন কাজ থাকলে তো কথাই নেই! কিংবা সোনালি রঙের সেলফ কাজের শাড়িও এই দিনের জন্য বেছে নেওয়া যেতে পারে। চুলে একটা নিচু খোঁপা করে তাতে সাদা ফুলের মালা জড়িয়ে নেওয়া যেতে পারে। আর সাজ কমপ্লিট করতে কানে পরে নেওয়া যেতে পারে একজোড়া চাঁদবালি।
সাদা রঙে উজ্জ্বল আর মোহময়ী:
সাদা রঙে একটা অদ্ভুত সৌন্দর্য বিরাজ করে। সে সকালের সাজই হোক কিংবা রাতের সাজ- সব ক্ষেত্রেই সাদা রঙ একটা স্নিগ্ধতার পরশ বুলিয়ে দেয়! সাদা সিল্কের শাড়িই হোক কিংবা বড় ঘেরওয়ালা আনারকলি- এই সবই ভীষণ নজরকাড়া। আর সাদার উপর যদি ম্যাট সোনালি জরির কাজ থাকে, তা-হলে তো সোনায় সোহাগা! কারও নজরই ফিরবে না। আর সাজের সঙ্গে চুলে বেঁধে নিতে হবে পরিপাটি খোঁপা, তাতে সাদা ফুলের মালা জড়িয়ে নিলে সাজে ছড়িয়ে পড়বে স্নিগ্ধতার আভা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Diwali 2022