এক সময় মনে করা হত, শরীরে অক্সিজেনের অভাব ঘটলে হাই ওঠে৷ কিন্তু এখন সেই ধারণা নস্যাৎ করে দেওয়া হয়েছে৷ এখন মনে করা হয়, প্রাণীদেহে মস্তিষ্ক অতিরিক্ত গরম হয়ে গেলে, তা আবার ঠান্ডা হওয়ার প্রক্রিয়ায় হাই ওঠে৷ তাই ক্লান্তির সঙ্গে হাই তোলার সম্পর্ক আছে৷