বলা হয়, আনুগত্য, ভালোবাসা ও বিশ্বাস ছাড়া কোনও সম্পর্ক চলতে পারে না। সম্পর্কের ক্ষেত্রে আপনার সঙ্গীর প্রতি অনুগত থাকা যতটা গুরুত্বপূর্ণ, আপনার সঙ্গীকে বিশ্বাস করাও সমান গুরুত্বপূর্ণ। আনুগত্য এবং বিশ্বাসের বোধ ভেঙে গেলে সম্পর্ক শেষ হয়ে যায়। সম্প্রতি, এমনই ঘটনা (Viral News)ঘটেছে এক হবু কনের (Bride Groom Viral)সঙ্গে যিনি বিয়ের আগে হবু স্বামীর আনুগত্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রতীকী ছবি।