রূপচর্চা সংক্রান্ত যে কোনও আলোচনাতেই বড় অংশ জুড়ে থাকে অ্যাকনে (acne)৷ মুখে ব্রণ বা অ্যাকনের সমস্যা নিয়ে অনেক টোটকা শোনা যায়৷ কিন্তু দেহের অন্যান্য অঙ্গ, এমনকি স্তনেও কিন্তু অ্যাকনে (Breast Acne ) হয়৷
কী কারণে স্তনে অ্যাকনে হয়, জেনে নিন তার পিছনে থাকা কারণগুলি (reasons behind breast acne)
স্তনের আকৃতি বড় হলে অ্যাকনে হওয়ার সম্ভাবনা বেশি৷ কারণ ঘাম ও আর্দ্রতার পরিমাণ বেশ হয়৷ ফলে অ্যাকনে হওয়ার পথ প্রশস্ত হয়৷
অন্তর্বাস সব সময় সঠিক মাপের হওয়া বাঞ্ছনীয়৷ অতিরিক্ত টাইট অন্তর্বাস পরবেন না৷ যদি স্তনের তুলনায় ছোট মাপের ব্রা পরেন, তাহলে অতিরিক্ত আর্দ্রতা ও ঘামের জন্য অ্যাকনে বেশি হবে৷
আরও পড়ুন : এই কারণগুলির জন্যই কি আপনার শারীরিক সম্পর্কের ইচ্ছে দিন দিন কমে যাচ্ছে?
শরীরের ঘাম, হেয়ার রিমুভাল ক্রিম, পারফিউম এবং ওয়্যাক্সিংয়ের প্রভাবেও অনেক সময় স্পর্শকাতর ত্বকে অ্যাকনে হতে পারে৷ এর ফলে সংক্রমণের আশঙ্কাও বেড়ে যায়৷
যদি ঘাম বেশি হওয়ার প্রবণতা থাকে বা আপনি অনেক ক্ষণ ধরে শরীরচর্চা করে থাকেন, তাহলেও সেবাশিয়াস গ্ল্যান্ড বন্ধ হয়ে গিয়ে স্তনে অ্যাকনে হতে পারে৷
আরও পড়ুন : সুমধুর প্রেম কি বদলে গিয়েছে বিষাক্ত সম্পর্কে? বলে দেবে এই লক্ষণগুলি
শরীরে হরমোনের ভারসাম্যের তারতম্য ঘটলে মুখে অ্যাকনে ও ব্রণ হয়৷ একই কারণে স্তনেও অ্যাকনে হতে পারে৷
তৈলাক্ত ও মশলাদারা খাবার বেশি খেলে, কমপ্লেক্স কার্বোহাইড্রেটস এবং ট্রান্স ফ্যাটের কারণে শরীরের অন্য অংশের সঙ্গে স্তনেও অ্যাকনে হতে পারে৷
আরও পড়ুন : রক্তাল্পতায় ভুগছেন? ডায়েটে রাখুন এই খাবারগুলি
মানসিক উদ্বেগ অ্যাকনে বৃদ্ধির অন্যতম বড় কারণ৷ স্তনের অ্যাকনেও তার ব্যতিক্রম নয়৷
স্ত্রীরোগ বিশেষজ্ঞ আমোদিতা আহুজার মতে, ত্বকের ধরন বুঝে ডায়েট ঠিক করতে হবে৷ প্রচুর ফল এবং সব্জি রাখতেই হবে দৈনন্দিন আহারে৷ পাশাপাশি, সঠিক মাপের অন্তর্বাস পরা এবং ব্যক্তিগত পরিচ্ছ্ন্নতার সব নিয়ম মেনে চলাও খুব প্রয়োজনীয়৷ চিকিৎসকের পরামর্শ মতো করতে হবে চেস্ট এক্সারসাইজও৷ যাতে স্তনের আকার ও আকৃতি ঠিক থাকে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Breast acne