তৃপ্তিতে স্নান করতে চান ? সঙ্গী করুন বোমাকে ৷ যে সে বোমা নয় ৷ এ হল বাথ ব্ম্ব ৷ স্নানবিলাসের নতুন সখ্য ৷ ইনস্টাগ্রাম জু়ড়ে মোমের আলোয় আলোকিত বাথটাবে এদের দেখা পাওয়া এখন বিচিত্র নয় ৷
ঠিক কী জিনিস এই স্নানবোমা ? মূলত সোডিয়াম বাইকার্বনেট ও সাইট্রিক অ্যাসিডে তৈরি ৷ রাসায়নিক যৌগের উপস্থিতিতে এটি জলের সংস্পর্শে এলেই প্রচুর বুদ্বুদ তৈরি করে ৷ এর স্পর্শে আপনার ত্বক হয়ে ওঠে স্বাস্থ্যকর ও তরুণ ৷ বয়সের ছাপ পড়ে না ত্বকে ৷ মূলত নুন, রং, তৈলাক্ত যৌগ ও উজ্জ্বল জিনিস ও ফুলের পাপড়ি এর উপাদান ৷
আরও পড়ুন : তীব্র সেক্সুয়াল ফ্যান্টাসি বার বার ফিরে আসে? আপনি কি কোনও সমস্যার শিকার?
স্নানের জলে বাথবম্ব দিলে তা একইসঙ্গে ত্বকের জন্য পুষ্টিকর ও ময়শ্চারাইজিং ৷ এর সুগন্ধও আপনার মন ভাল করে দেবে ৷ আপনার মুড বুঝে সুগন্ধি বেছে নিন ৷ বাড়িতেই পাবেন অ্যারোমাথেরাপির সুবিধে ৷ ডিস্ট্রেস করে আপনার অনিদ্রা দূর করে বাথবম্বের সুগন্ধ ৷ রিল্যাক্সেশনে সাহায্য করে ঘুমিয়ে পড়তে সাহায্য করে ৷ তবে এর রং ও গন্ধ আপনার ত্বককে শুষ্ক করে তুলতে পারে ৷
আরও পড়ুন : বেড টি ছাড়া আপনার দিন শুরুই হয় না? কীভাবে তিলে তিলে শেষ করছেন শরীর, জানুন
আরও পড়ুন : ঋতুস্রাবের পেরিমেনোপজ পর্ব ভয়ঙ্কর! এ সময় মহিলারা সুস্থ থাকবেন কী করে?
অনলাইনে না কিনে আপনি বাড়িতেই তৈরি করতে পারেন বাথবম্ব ৷ ৫০ গ্রাম সোডিয়াম বাইকার্বনেট, ১২ গ্রাম কর্ন স্টার্চ, ২ চিমটে সৈন্ধব নুন, ২ চামচ গোলাপজল, ১ চামচ নারকেল তেল বা অলিভ অয়েল বা আপনার পছন্দসই যে কোনও অ্যারোম্যাটিক অয়েল, ৫ গ্রাম সাইট্রিক অ্যাসিড ও গোলাপজল নিন ৷ এ বার আপনার পছন্দের ফুলের পাপড়ি বাকি উপকরণের সঙ্গে মেশান৷ এ বার সামান্য জল সব উপকরণের সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে রাখুন ছাঁচের মধ্যে ৷ ৩-৪ ঘণ্টা ধরে শুকিয়ে নেওয়ার পর আপনার বাথ বম্ব তৈরি ৷ প্রতিদিন স্নানের সময় জলে একটা করে নতুন বাথ বম্ব মেশাতে ভুলবেন না ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।