ভিডিওতে দেখা যায়, বিয়েতে আসা এক আন্টি নেশাগ্রস্ত অবস্থায় প্রকাশ্যে নাচছেন। ১৯৮৫ সালের ছবি ‘কালা সুরাজ’-এর ‘দো ঘোঁট মুঝে ভি পিলা দে’ গানটি ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায়। ইউটিউবে আপলোড করা এই ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পুনরুত্থিত হয়েছে, যেখানে বেগুনি শাড়ি পরা একজন মহিলা, যাঁকে দেখে বেশ মাতাল বলেই মনে হয়, ডান্স ফ্লোরে মদের বোতল নিয়ে হাজির হন। আর শুরু করে দেন নাচ।