যে রাসায়নিক সংকেতের মাধ্যমে পিঁপড়েরা একে অন্যের সঙ্গে যোগাযোগ চালায়, নিজেদের রাস্তা ঠিক করে, সেই রাসায়নিককে নষ্ট করে ঝাল জাতীয় উপাদান। তাই লঙ্কাগুঁড়োর গন্ধ সহ্য করতে পারে না পিঁপড়েরা। বর্ষায় বাড়ির উঁচু জায়গাগুলোয় (যেখানে শিশুদের হাত পৌঁছবে না) ছড়িয়ে রাখুন অল্প লঙ্কাগুঁড়ো। পিঁপড়েরা আর বাসাই বাঁধবে না ওখানে।