ত্বকের যত্নে বেসনের গুণাগুণ সম্পর্কে প্রায় সকলেরই জানা। তবে কিছু বিশেষ প্রক্রিয়ায় বেসন ব্যবহার করলে উজ্জ্বল ও ব্রণমুক্ত ত্বক পাওয়া যাবে সহজেই।
আসুন জেনে নেওয়া যাক কী করে বানাবেন বেসনের কিছু সহজ ফেসপ্যাক-
মধু ও বেসন – একটি পাত্রে ৪ চামচ বেসন নিয়ে তাতে অল্প মধু মেশাতে হবে এবার এই প্যাক ভাল করে মুখে মেখে রেখে ধুয়ে নিতে হবে
বেসন ও দুধের সর – বেসনে দুধের সর মিশিয়ে প্যাক তৈরি করতে হবে। এই প্যাক ত্বকের আদ্রতা ঠিক রাখতে সহায়তা করে।
আরও পড়ুন: কিছু খেলেই অ্যাসিডিটিতে ভোগেন? গ্যাস, অম্বলের সমস্যা তাড়াতে আজ থেকেই বদলান এই অভ্যাস
লেবু ও বেসন – বেসনে গোলাপ জল মিশিয়ে পেস্ট করে নিতে হবে। এবার এই পেস্টে সামান্য পাতি লেবুর রস মিশিয়ে মুখে মেখে রাখতে হবে।
টক দই বেসন – বেসন ও টক দই ভাল করে ফেটিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে। এতে মুখের দাগছোপ দূর হবে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Skin Care