মেকআপের সমতা-চোখের মেকআপ বেশি হলে ঠোঁট হাল্কা হতে হবে। অর্থাৎ মেকআপে সমতা থাকতে হবে। ত্বক বাইরে থেকে উজ্জ্বল দেখাতে ভিতর থেকে নিজেকে সুস্থ রাখতে হবে। আর তার জন্য ভাল খাওয়াদাওয়া করতে হবে। প্যাকেটজাত এবং প্রসেসড খাবার নয়, তাজা ফল শাক, সবজি এই সব খেতে হবে।