ফ্যাশনিস্তা হওয়ার দু’রকম দিকই আছে। একদিকে যেমন বাহবা জোটে। আবার ভুলের মাশুলও দিতে হয়। সেরকমই হয়েছে সম্প্রতি। নামী সংস্থা ডিজেলের একটি পোশাক নিয়ে হাসির রোল নেটিজেনদের মধ্যে। ট্যুইটারে রব উঠেছে, ৬০ হাজার টাকা মূল্যের এই জ্যাকেট দেখতে ঠিক বাঁধাকপি! নেটিজেনদের দাবি, এই বহুমূল্য জ্যাকেট পরলে মনে হবে যেন বাঁধাকপির দুটো পা গজিয়েছে। তাই সে চলে ফিরে বেড়াচ্ছে।
অবশ্য এটাই প্রথম নয়। ডিজেলের মহার্ঘ্য পোশাক নিয়ে রসিকতা এর আগেও হয়েছে। এর আগে এই ব্র্যান্ডের ৮২ হাজার টাকা মূল্যের স্কার্টও ছিল রসিকতার লক্ষ্য।
গত বছর শীতের ফ্যাশনে একটি মাইক্রো মিনি স্কার্ট এনেছিল ডিজেল। ফ্যাশন রানওয়ে শো-এর অংশ সেই স্কার্টের সামনে বড় বড় করে লেখা ছিল সংস্থার আদ্যক্ষর ডি।
কিন্তু ৮২ হাজার টাকা মূল্যের সেই স্কার্টের পিছন অংশে ছিল ভেলক্রো ক্লোজার। সেটা নিয়ে তীব্র সমালোচনা হয় নেট মহলে।
Patta gobhi jaisa dikhne ke liye inko ₹60,000 du main? pic.twitter.com/wcYF68OpUI
— Anu (@Escapeplace__) January 3, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।