#কলকাতা: অনেকরই ধারণা যে শুধু দামি শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করলেই চুল ভাল রাখা যাবে । কিন্তু জানেন কী এই ধারণা সম্পূর্ণ ভুল? চুলকে ভাল রাখতে গেলে ব্যবহার করতে হবে বিভিন্ন ভেষজ উপাদান । আর চাইলেই এইসব উপাদান দিয়েই শ্যাম্পু তৈরি করতে পারবেন । খুব অল্প খরচে তৈরি এই শ্যাম্পু চুলের সমস্যা দূর করবে অনায়াসেই।
বাজারে পাওয়া বিভিন্ন শ্যাম্পুতে শুধু কেমিক্যালই থাকে না এই উপাদান অনবরত ব্যবহারের ফলে চুলের অত্যন্ত ক্ষতি হয়। একেবারে ঘরোয়া উপায়তেই বানাতে পারবেন হারবাল শ্যাম্পু যা আপনার চুলের যেকোনও সমস্যা দুর করতে পারে । বাড়িতে বানানো শ্যাম্পু ব্যবহার করলে খুসকি , খসখসে ত্বক , চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া , বয়সের আগে চুল পেকে যাওয়ার মস সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে ।
আরও পড়ুন : শিশুর ত্বক ও ঠোঁট ফাটার সমস্যা দূর হবে সহজেই , জেনে নিন কিছু ঘরোয়া উপায়
আসুন জেনে নেওয়া যাক , হারবাল শ্যাম্পু তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ-
শিকাকাই ২ চামচ
২ চামচ রিঠা গুঁড়ো
নিমের গুঁড়ো
আমলা গুঁড়ো
আরও পড়ুন : ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চান? ডায়েটে যোগ করতে পারেন এই ৫ উপাদান
প্রথমে একটি কড়াইতে এক গ্লাস জল দিয়ে গরম করতে হবে । জল সামান্য গরম হয়ে এলে এর মধ্যে সব উপকরণ ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে এবং তারপর মিশ্রণটি ফুটিয়ে নিতে হবে। এরপর ওই মিশ্রণটি ভাল করে সেদ্ধ হয়ে গেলে, ঠান্ডা করে পরিষ্কার কাঁচের বোতলে ফিল্টার করে রাখতে হবে।
চুলে এই শ্যাম্পু ব্যবহার করতে পারবেন সপ্তাহে ৩ থেকে ৪ বার। এই হার্বাল শ্যাম্পুতে থাকা রিঠা, শিকাকাই এবং নিমের অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা মাথার ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি চুলকে সুন্দর, চকচকে ও মজবুত করতে সহায়তা করে। এটি চুল পড়ার সমস্যা দূর করে এবং চুলের শুষ্কতা ও খুশকি দূর করতে পারে । এটি চুলকে পুষ্ট ও ঘন করতেও কার্যকর।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hairfall