Twin Banana: বেশ কিছু ধারণা রয়েছে যা মানুষ বিশ্বাস করে আসছেন যুগ যুগ ধরে। যার সত্যতা না জেনেও মানুষ মেনে চলেন। এরই মধ্যে একটি বিশ্বাস এই যে, কোনও নারী জোড়া কলা খেলে নাকি যমজ সন্তানের মা হন তিনি।বিষয়টি সত্যি, না পুরোটাই কুসংস্কার? বোঝা যাবে বিজ্ঞান কী বলছে তা শুনলেই।
Source link