কথায় বলে মানুষ অভ্যাসের দাস। মানুষের শরীরও অনেক কিছুতেই অভ্যস্ত হয়ে পড়ে। একই কাজ বারবার করতে করতে একটা সময় সে কাজ না করলে জীবনটাই অসম্পূর্ণ বলে মনে হতে পারে। যেমন সকালে দাঁত মাজা, সংবাদপত্র পড়া, সঠিক সময়ে খাবার খাওয়া বা অন্তর্বাস পরিধান করা। কী হবে অন্তর্বাস না পরলে? Photo- Representative