#কলকাতা : আবহাওয়ার পরিবর্তন এবং দীর্ঘক্ষণ ঘরের বাইরে থাকার কারণে ত্বকে অত্যধিক ট্যান পড়ে যায়। ট্যানের ফলে ত্বকের রঙ অনেকটাই কালো হয়ে যায় ৷ কিন্তু কিছু ঘরোয়া উপায় মানলেই ত্বকের ট্যান সহজে দূর করা যেতে পারে ৷
সাধারণভাবে, দেহের মধ্যে সবচেয়ে বেশি ট্যান পড়ে ঘাড়ে কারণ আমাদের সবচেয়ে বেশি ঘাম হয় শরীরের এই অংশে ৷ যেকোনও মানুষই মুখের ত্বকের ব্যাপারে সচেতন থাকেন কিন্তু ঘাড়ের ত্বকের যত্ন নিতে ভুলে যান অনেকেই ৷ যার ফলে ঘাড়ে অত্যধিক মাত্রায় ট্যান পড়ে যায় ৷
আরও পড়ুন : শিশুদের আইকিউ বাড়াতে চান ? এই বিশেষ কৌশল মানলেই তীক্ষ্ণ হবে শিশুদের বুদ্ধি ও একাগ্রতা
আলু – বিশেষজ্ঞদের মতে, আলু ত্বকের জন্য খুবই উপকারী উপাদান। ত্বকের পিগমেন্টেশন দূর করতে বা ঘাড়ের ট্যানিং দূর করতে, আপনাকে অর্ধেকটি আলু থেঁতো করে তা থেকে রস বের করে তুলোর সাহায্যে ঘাড়ে মাখতে হবে ৷ আলুর কাটা টুকরো ঘাড়ে ঘষতেও পারেন। এতে ঘাড়ের মৃতকোষ বের হয়ে যায় ৷
হলুদ, দুধ ও বেসন– ঘাড়ের জমে থাকা ট্যানিং দূর করতে হলুদ, দুধ এবং বেসন ব্যবহার করা যেতেই পারে ৷ এই তিনটি উপাদানই বাড়িতে সহজে পাওয়া যায়। এই উপাদানগুলি দিয়ে অ্যান্টি-ট্যানিং মাস্ক তৈরি করতে হবে ৷ একটি পাত্রে বেসন এবং দুধ মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করতে হবে, তারপরে এক চামচ হলুদ দিয়ে ঘাড়ে লাগাতে হবে। এই বিশেষ পেস্টটি কমপক্ষে ২০ মিনিটের জন্য ঘাড়ে লাগিয়ে রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
আরও পড়ুন : মুখে ব্রণ-র সমস্যায় জেরবার? কফিতেই হতে পারে মুশকিল আসান
লেবু ও মধু – লেবু এবং মধু উভয়ই ত্বকের যত্নে বিভিন্নভাবে ব্যবহার করা হয় ৷ ট্যানিং দূর করতে আপনাকে ২ চামচ বেসন, ১ চামচ মধু, সামান্য লেবুর রসের সাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। এই পেস্টটি ঘাড়ে লাগিয়ে ৩০ মিনিট পর সুতির কাপড়ের সাহায্যে স্ক্রাব করে মুছে ফেলুন। আপনি এই প্রাকৃতিক পেস্টটি মুখে এবং হাতেও ব্যবহার করতে পারেন।
চন্দন– চন্দন ত্বকের কালো দাগ দূর করে ও করে ত্বক উজ্জ্বল করে ৷ ঘাড়ের ট্যানিং দূর করতে চন্দনের গুঁড়োতে কাঁচা দুধ মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে ব্রাশের সাহায্যে ঘাড়ে লাগান। এই পেস্টটি ৩০ মিনিটের জন্য ঘাড়ে রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।