ত্বকের যত্নে ফেসিয়াল খুব কাজের। কিন্তু ফেসিয়াল করার আগে ও পরে কিছু নিয়ম মেনে চলতে হয়। না হলে পরিশ্রমটাই মাটি। ফেসিয়াল থেকে কোনও উপকার পাওয়া যাবে না। যে ধরনের ফেসিয়ালই করা হোক না কেন, এটা করার পর মুখ ধুতে বারণ করা হয়। বিশেষ করে সাবান দিয়ে মুখ ধোয়া তো একেবারেই চলে না। এর কারণ জানা আছে কি? এখানে ফেসিয়াল করার পর কি করা উচিত নয় এবং এর পিছনের কারণ কী, সেটা নিয়েই আলোচনা করা হল।