স্টাইল ছাড়া পুজো! জাস্ট ভাবা যায় না। পোশাক থেকে জুতো মায় ঘড়ি, গয়নাতেও চাই ঝলক। প্যান্ডেলের সব লোক যাতে হাঁ করে তাকিয়ে থাকে! তবেই না পুজোর সাজ! কেনাকাটা প্রায় শেষ। গোছা খানেক শাড়িও কেনা হয়েছে নিশ্চয়। কিন্তু সে সব শাড়িকে স্টাইলিশ বানাতে কী করতে হবে জানা আছে? হ্যাঁ, নজর দিতে হবে ব্লাউজের দিকে।