কথায় বলে শাড়িতেই নারী। অর্থাৎ নারীর সৌন্দর্য সবচেয়ে ভাল ফুটে ওঠে শাড়িতেই। পুজোর শপিং লিস্টেও কাঞ্জিভরম থেকে অন্য সিল্ক বা সুতি, একগাদা শাড়ি থাকবেই। এর সঙ্গে পাল্লা দিতে পরতে হবে ডিজাউনার ব্লাউজও। না হলে কিন্তু সাজটাই মাটি। চেহারাও বিবর্ণ দেখাবে।
সাধারণত ইউ গলা ব্লাউজ পরতেই পছন্দ করেন অধিকাংশ মহিলা। কিন্তু কত কাঁহাতক একই রকম জিনিস পরা যায়! ইউ নেক থাক। বরং ডিজাইনে বৈচিত্র্য আসুক। তাহলেই তো হবে। এবারের পুজোয় সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মতো ইউ নেকের একাধিক ডিজাইন নিয়ে এখানে আলোচনা করা হল।
সাধারণ ইউ নেক ব্লাউজ ডিজাইন: সাধারণ ব্লাউজকেও আকর্ষণীয় করে তুলতে এই ডিজাইনের জুড়ি নেই। শুধু গলায়, পাশে এবং নিচের অংশে লেস লাগিয়ে নিতে হবে। শাড়িতে আধুনিক লুকের জন্য ফ্রন্ট ডিপ ইউ নেক ডিজাইনও ট্রাই করা যায়। হুকের বদলে ব্যবহার করা যায় বোতাম। এটা সুন্দর তো দেখাবেই সঙ্গে আভিজাত্যের ছোঁয়া এনে দেবে। এই ধরনের ব্লাউজ সুতির শাড়ির সঙ্গেই ভাল মানায়। এর সঙ্গে চুলে খোঁপা আর কানে স্টাড। ব্যস, প্রাণবন্ত দেখাবে।
ডিপ ইউ নেক সঙ্গে দুল ডিজাইন: ব্লাউজের পিছনেও যে অনন্য নকশার কারিকুরি করা যায় সেদিকে খেয়াল থাকে না অনেকেরই। ডিপ ইউ নেকের সঙ্গে লকেটই এবারে ট্রেন্ড। এতে পিঠের দিকে ব্লাউজের শেষ প্রান্তে গোল কানের দুলের মতো ডিজাইন থাকে। এবারের পুজোয় এটাই ট্রেন্ড হতে চলেছে। ব্লাউজে মুক্তো বা জরির কাজ থাকলে বেছে নিতে হবে ভারি টাসেল। চাইলে পিছনের নকশায় বৃত্ত বা ত্রিভুজও তৈরি করা যায়। এটাই ব্লাউজকে অসাধারণ করে তুলবে। পার্টি সাজে এই ব্লাউজের তুলনা নেই। সঙ্গে গলায় একটা পাতলা চেইন, হাতে চুড়ি আর চুল খোলা থাক।
আরও পড়ুন : পুজোয় শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরতে হবে এমন চুড়ি-বালা, তবেই সাজ হবে সম্পূর্ণ!
ফুল হাতা ইউ নেক ব্লাউজ: অনেকেই ফুল হাতা ব্লাউজ পছন্দ করেন। দেখতে মার্জিত লাগে। সাধারণ শাড়ির সঙ্গে ফুলহাতা ব্লাউজ মানায়ও ভাল। তবে রঙ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা যায়। বিশেষ করে কনট্রাস্ট করলে ভাল মানাবে। এর সঙ্গে গলায় থাক চোকার। কানে মুক্তোর ছোট দুল। এই চেহারায় দেখে সবার মুখ থেকে একটাই কথা বেরোবে, ‘তুমি অনন্যা’।
আরও পড়ুন : পুজোর সাজে ঘন করে আঁকুন ভুরু, কীরকম ভুরুর জন্য কোন ব্রাশ নেবেন, জানুন
পাফ হাতা ইউ নেক ডিজাইন: পাফ হাতা দেখতে আকর্ষণীয় লাগে। ইদানীং এই ডিজাইন টপে ট্রেন্ড করছে। শাড়িতে কিউট লুক পেতে ইউ নেক দিয়ে পাফ হাতা ডিজাইন একেবারে আদর্শ। চাইলে হাতায় নেট ফ্যাব্রিকও বেছে নেওয়া যায়। এর সঙ্গে মেকআপ হবে হালকা। হাতে অবশ্যই ঘড়ি পরতে হবে। রাতে ঠাকুর দেখতে বেরলে এর সঙ্গে হাই হিল আর ভারি নেকলেস মাস্ট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja 2022, Puja fashion 2022