উৎসবের মরশুম মানেই দেদার খাওয়া দাওয়া, আড্ডা আর ঘোরাঘুরি৷ চেনা রুটিন ভেঙে চুরমার৷ ক্লান্তির হাত ধরেই আসে বদহজম৷ গ্যাস, অম্বল, অ্যাসিডিটিতে পেট ফেঁপে ওঠে৷ তাই পুজোর শেষ লগ্নে রইল কিছু সুস্বাদু ডিটক্স ওয়াটারের খোঁজ৷ এতে পেটের স্বাস্থ্য ভাল থাকবে৷ পাশাপাশি উজ্জ্বল হবে ত্বক ও চুলও৷