#কলকাতা : পুজোর আগে পার্লারে না গিয়ে বাড়িতে বসেই পেতে পারেন উজ্জ্বল ত্বক ৷ সকালের এক কাপ চা মুছে দিতে পারে গালের যে কোনও কালো দাগ ৷ পুজোর আগে দাগমুক্ত ত্বক পেতে রোজ সকালে চা পাতা ব্যবহার করা যেতেই পারে ৷ ত্বকের কালো দাগ তো কমবেই, তার সঙ্গে পাবেন উজ্জ্বল ত্বক ৷ ফেসিয়াল না করেই ফেসিয়াল করা ত্বকের মত চকচকে ত্বক পাবেন পুজোর সময় ৷ তার জন্য মানতে হবে কিছু সহজ ঘরোয়া উপায় ৷
ঘুম থেকে উঠে এক কাপ চা না হলে যেন চলেই না ৷ কিন্তু এই চা পাতাই দিতে পারে আপনাকে দাগহীণ ত্বক ৷ চা পাতায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের কালো দাগ দূর করতে সহায়তা করে ৷ জেনে রাখা যাক ত্বকে চা পাতা ব্যবহারের কিছু সহজ উপায় ৷
আরও পড়ুন : বাইরে কিছু খেলেই সমস্যা! সহজে এই সমস্যার সমাধান করা যায়, জেনে নিন
১) রোজ সকালে চা খাওয়ার পর বেঁচে যাওয়া ফোটানো চা পাতাকে ভিজিয়ে রাখতে হবে এবং পরের দিন সেই জল ছেঁকে মুখ ধুতে হবে ৷ এতে ত্বকের কালো দাগ থেকে একেবারে মুক্তি পাওয়া যেতে পারে ৷
২) চা পাতায় সামান্য অ্যালোভেরা জেল ও অলিভ অয়েল দিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে ৷ সেই পেস্ট মুখে ১০ মিনিট মেখে উষ্ণ জলে মুখ ধুলে ঘরে বসেই ত্বকে পার্লারের মত জেল্লা পাওয়া যেতে পারে ৷
আরও পড়ুন : বিচ্ছেদ বড়ই বেদনার! মন ভাল রাখার কিছু সহজ পরামর্শ
৩) সামান্য টক দইয়ের সঙ্গে চা পাতা দিয়ে ত্বকে হালকা ভাবে স্ক্রাব করতে হবে ৷ এতে ত্বকের মৃত কোষ উঠে যাবে খুবই সহজে ৷ এবং না চাইতেই ত্বকের ট্যান থেকে মুক্তি পাওয়া যেতে পারে ৷
৪)রোজ ঘুমোতে যাওয়ার ২ ঘন্টা আগে ১ চামচ চা পাতা এক কাপ জলে ভিজিয়ে রাখতে হবে ৷ ঠিক বিছানায় যাওয়ার আগে সেই জল ছেঁকে নিয়ে মুখ ধুয়ে হালকা ভাবে মুছে নিলে পুরোনো কালো দাগ একেবারে উঠে যেতে পারে ত্বক থেকে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Skin Care, Skin Care Tips, Tea