উন্নয়নের লক্ষ্যে সমাজে পরিবর্তন করার লক্ষ্যে গৃহীত একটি ছোট পদক্ষেপের ফলাফল অনেক ব্যাপক হতে পারে। এর মধ্যে বহু মানুষের জীবন বদলে দেওয়ার সম্ভাবনা থাকার পাশাপাশি সেগুলি কয়েক লক্ষ মানুষের আবেগ জাগিয়ে তুলতে পারে এবং তাঁদের অনুপ্রাণিত করতে পারে। রাস্তার প্রাণীদের খাওয়ানো থেকে শুরু করে গরিবদের পড়াশোনা শেখানো, কোনও প্রয়াসই ছোট নয়। আর এখন, পরিবর্তন নিয়ে আসা এমন কাজগুলিকেই পুরস্কৃত করা হবে!
২০২১ সালে বিপুল সাফল্যের পরে, Happydent ফিরে এসেছে News18 এর সহযোগিতায় আয়োজিত ‘Make A Dent’ কন্টেস্টের সাথে! এই ক্যাম্পেনের লক্ষ্য হল পজিটিভিটির বার্তা ছড়ানো — এটি হল একটি সিটিজেন জার্নালিজম বা নাগরিকদের সাংবাদিকতার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা শুরু হয়েছে ২০২২ সালের ২৯শে ডিসেম্বর থেকে এবং চলবে আগামী দুই মাস ধরে। এখানে সারা দেশের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে সমাজে পরিবর্তন নিয়ে আসার কোনও ব্যক্তির কাহিনী জানানোর জন্য। এন্ট্রি জমা দেওয়া যেতে পারে এখানে এবং Instagram -এ ছবি/ভিডিও ফর্ম্যাটে। বিচারকদের একটি প্যানেল প্রতিটি এন্ট্রি দেখবেন ও সেরা ১০টি কাহিনী জিতবে ₹১৭ লক্ষ* পর্যন্ত নগদ পুরস্কার।
গত বছর, Make a Dent এর জন্য সারা দেশ থেকে ২৬০০ এর বেশি ভিডিও অ্যাড এন্ট্রি জমা পড়েছিল, যেখানে নাগরিকরা বিভিন্ন সামাজিক সমস্যায় Happydent স্মাইলের উপরে আলোকপাত করেছিলেন, যেমন- রাস্তায় প্রস্রাব করা, পেট্রোল পাম্পে ফোন / সিগারেট ব্যবহার করা, মহিলাদের মাসিক সম্পর্কে কিছু ভুল ধারণা ইত্যাদি। মাননীয় বিচারকদের নেতৃত্ব দিয়েছিলেন McCann Worldgroup এশিয়ার চেয়ারম্যান, McCann Worldgroup ইন্ডিয়ার CEO এবং COO প্রসূন যোশী, Perfetti Van Melle ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাজেশ রামকৃষ্ণণ। এই বিচারকমণ্ডলী একাধিক রাউন্ডের বাছাই পর্বে প্রতিটি এন্ট্রির মূল্যায়ন করেছিলেন। সেই প্রতিযোগিতার বিজয়ীরা প্রত্যেকে ₹১ লক্ষ করে পেয়েছিলেন।
এই বছর মোট নগদ পুরস্কার হিসেবে ₹১৭ লক্ষ* পাওয়া যাবে! তাই যদি আপনি এমন কাউকে চেনেন যিনি পৃথিবীকে আরও সুন্দর করে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করছেন, তাহলে আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে সেই ব্যক্তির কাহিনী সকলের কাছে পৌঁছে দিতে পারেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার নিয়ম এবং নির্দেশিকাগুলি নীচে উল্লেখ করা হল। এছাড়াও আপনি মাইক্রোসাইটটি দেখে নিতে পারেন এবং সেখানে এন্ট্রি পাঠানোর সময় কী করবেন এবং কী করবেন না, সেই বিষয়গুলি ভালো ভাবে পড়ে নিন।
নিয়ম এবং নির্দেশিকা:
আপনার এন্ট্রি ভিডিও বা ছবির ফর্ম্যাটে জমা দিতে পারেন।Instagram এ আপনার এন্ট্রি স্টোরি/পোস্ট হিসেবে আপলোড করলে অবশ্যই #MakeADent ব্যবহার করুন এবং তার সাথে @CNNNews18 এবং @happydentind কে ট্যাগ করুন। এছাড়াও আপনি আপনার এন্ট্রি এখানে আমাদের মাইক্রোসাইটে সরাসরি আপলোড করতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।