কথা না রাখা– কবিই বলে গিয়েছেন, ‘কেউ কথা রাখে না’। কিন্তু কবির কথা ভুল প্রমাণ করতেই হবে সম্পর্ক টিঁকিয়ে রাখতে গেলে। নয়তো আপনার প্রতি সমস্ত আকর্ষণ হারিয়ে ফেলবেন সঙ্গী। কথায় কথায় বলবে, ‘কথা রাখতে জান না। কথা বলে লাভ নেই।’ ফলে সময় থাকতে সতর্ক হোন। (Disclaimer: সব প্রতীকী ছবি, এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)