শীত পড়তে না পড়তেই এক একজনের ক্ষেত্রে হাঁচির বিড়ম্বনা শুরু হয়৷ কারণ এ সময় অ্যালার্জির সমস্যা বেড়ে যায় অনেকটাই৷ ধুলোবালি, দূষণকণা, জীবাণু নাকে প্রবেশ করার পর হাঁচি শুরু হয়৷ পরাগরেণু, ধূলিকণা, ভাইরাস, ব্যাকটেরিয়ার মতো জিনিসগুলি খুবই সাধারণ, যা নাসিকায় প্রবেশ করে হাঁচির সমস্যা বৃদ্ধি করে৷