শীত মানেই উৎসব, শীত মানেই হুল্লোড়। গত কয়েক দিনে হু-হু করে নেমেছে কলকাতা-সহ গোটা রাজ্যের তাপমাত্রা। উত্তরবঙ্গে আগে থেকেই শীতের পালে হাওয়া লেগেছে। ফলে বাঙালির উৎসবের মরশুম জমে গিয়েছে। আর ক’দিনের মধ্যেই আরও একবার শুরু হয়ে যাচ্ছে বিবাহ মরশুম। নিজের হোক বা পরের— বিয়ে মানেই সাজগোজ। নিজের বিয়ের সাজগোজ নিয়ে ভাবনা-চিন্তা তো অনেক দিন ধরেই হয়ে রয়েছে। কিন্তু অন্যের বিয়ের নিমন্ত্রণ হঠাৎ এসে পড়লেই কপালে ভাঁজ পড়ে যায়, কী পরে যাওয়া যায়, কেমন হবে সাজগোজ! সে ক্ষেত্রে শীত খুব উপযুক্ত সময়। ভারী পোশাক, জমকালো রঙ— কোনও কিছুই বেমানান লাগে না।