শীতকাল মানেই কমলালেবু। এই ফলের খোসার উজ্জ্বল রং ছাড়া শীত যেন বর্ণহীন। উলকাঁটা, ক্রিকেটের সঙ্গে কমলালেবুও শীতের অনুষঙ্গ। এই ফলের গুণাগুণ বলে শেষ করা যায় না। কমলালেবুর ভিটামিন সি, ডায়েটারি ফাইবার, পটাশিয়াম ও ফাইটো নিউট্রিয়েন্টস শরীরে খারাপ কোলেস্টেরল কম রাখে।